দ্বিতীয় ওয়ানডেতে বৃষ্টির সম্ভাবনা


প্রকাশিত: ০৭:১৬ এএম, ২৮ সেপ্টেম্বর ২০১৬

সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আজ আফগানদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। আবহাওয়ার পূর্বভাস অনুযায়ী আজকের ম্যাচে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে চিন্তার কোনো কারণ নেই, বৃষ্টিতে ম্যাচ বিঘ্নিত হলেও ম্যাচ পন্ড হবে না। কাল বৃহস্পতিবার মাঠে গড়াবে। কারণ এই সিরিজের প্রতিটি ম্যাচের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী ঢাকায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন ২৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ৭১ থেকে ৮২ শতাংশের মধ্যে ওঠানামা করবে। আকাশ অধিকাংশ সময় মেঘাচ্ছন্ন থাকতে পারে।

বিকেল ও সন্ধ্যায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হওয়ার সম্ভাবনা ৫৫ শতাংশ। এ সময়ের মধ্যে কমপক্ষে ২ মিলিমিটার ও সর্বোচ্চ ৭ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।