বিপিএলের খেলোয়াড় তালিকায় আছেন যারা


প্রকাশিত: ০৩:৫৪ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০১৬

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে চূড়ান্ত হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ আসরের সাত আইকন খেলোয়াড়ের তালিকা। গত আসরের আইকন নাসির হোসেন বাদ পড়েছেন সেই তালিকা থেকে। সাত আইকনে যোগ হয়েছে সাব্বির রহমান রুম্মনের নাম। বাকি ছয়জন হলেন- মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ ও সৌম্য সরকার।

চূড়ান্ত হওয়া সাত আইকনের মূল্যও নির্ধারিত হয়েছে। দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের দাম সবচেয়ে বেশি, ৫৫ লাখ টাকা। তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ ও মাশরাফি বিন মুর্তজার মূল্য ৫০ লাখ করে। সাব্বির রহমান ও সৌম্য সরকার পাবেন ৪০ লাখ করে।

বিপিএলের চতুর্থ আসরের প্লেয়ারস ড্রাফট আগামী ৩০ সেপ্টেম্বর। সবকিছু ঠিক থাকলে ওই দিনই প্লেয়ারস ড্রাফটের ব্যাপারটির নিষ্পত্তি হবে। গত ২২ সেপ্টেম্বর বিপিএলের খেলোয়াড় তালিকা চূড়ান্ত করেছে টেকনিক্যাল কমিটি। যেখানে আইকন ক্যাটাগোরিতে আছেন সাত জন, ‘এ’ ক্যাটাগোরিতে ১১ জন, ‘বি’ ক্যাটাগোরিতে ৩৫, ‘সি’ ক্যাটাগোরিতে ৫৩ ও ‘ডি’ ক্যাটাগোরিতে ২৭ জন ক্রিকেটার।

আইকন ক্যাটাগোরি : সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মাশরাফি বিন মুর্তজা, সাব্বির রহমান ও সৌম্য সরকার।
 
‘এ’ ক্যাটাগোরি (২৫ লাখ টাকা) : তাসকিন আহমেদ, আল-আমিন হোসেন, ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, লিটন কুমার দাস, শুভাগত হোম চৌধুরী, নাসির হোসেন, মো. মিঠুন, মুমিনুল হক, রুবেল হোসেন ও আব্দুর রাজ্জাক।

‘বি’ ক্যাটাগোরি (১৮ লাখ টাকা) : জিয়াউর রহমান, মুক্তার আলী, আলাউদ্দিন বাবু, শফিউল ইসলাম, মো. শহীদ, কামরুল ইসলাম রাব্বি, শুভাশীষ রায়, সাকলাইন সজীব, নুরুল হাসান সোহান, অলক কাপালি, সোহাগ গাজী, আবু হায়দার রনি, মোশাররফ হোসেন রুবেল, আরাফাত সানি, তাইজুল ইসলাম, শামসুর রহমান, সৈকত আলী, মোসাদ্দেক হোসেন সৈকত, শাহরিয়ার নাফিস আহমেদ, নাঈম ইসলাম, রনি তালুকদার, নাজমুল হোসেন মিলন, জহুরুল ইসলাম, রকিবুল হাসান, মার্শাল আইয়্যুব, মো. আল-আমিন, মাহমুদুল হাসান, আরিফুল হক, আবুল হাসান রাজু, এনামুল হক জুনিয়র, সানজামুল ইসলাম, নাজমুল হোসেন অপু, সোহরাওয়ার্দী শুভ ও মেহেদী হাসান মিরাজ।

‘সি’ ক্যাটাগোরি (১২ লাখ টাকা):  দেলোয়ার হোসেন, মাহবুবুল আলম, আবু জায়েদ রাহী, দেওয়ান সাব্বির রহমান, শহীদুল ইসলাম, ডলার মাহমুদ, সাজেদুল ইসলাম, নাজমুল হোসেন, ইলিয়াস সানি, নিহাদুজ্জামান, আব্দুল মজিদ, মেহেদী মারুফ, ইমতিয়াজ হোসেন তান্না, আসিফ আহমেদ রাতুল, নাদিফ চৌধুরী, তাসামুল হক, মোহাম্মদ শরীফ, জুবায়ের হোসেন লিখন, রাজিন সালেহ, তুষার ইমরান, মেহরাব জুনিয়র, মাইশুকুর রহমান, ইরফান শুক্কুর, অভিষেক মিত্র, মাহবুবুল করিম, অমিত মজুমদার, ধীমান ঘোষ, তানভীর হায়দার, হামিদুল ইসলাম হিমেল, সাদমান ইসলাম, মিজানুর রহমান, জুবায়ের আহমেদ, ফজলে আহমেদ রাব্বি, জাবিদ হোসেন, ইয়াসির আলী চৌধুরী, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, জুনায়েদ সিদ্দিকী, ফরহাদ হোসেন, মেহেদী হাসান, সাইফউদ্দিন, শরীফউল্লাহ, মোহাম্মদ ফুরকান, রবিউল ইসলাম, আসিফ হাসান, নাঈম জুনিয়র, মনির হোসেন, বিশ্বনাথ হালদার, রাহাতুল ফেরদৌস, নাবিল সামাদ, নুর হোসেন মুন্না ও শাহাদাত হোসেন।

‘ডি’ ক্যাটাগোরি (৫ লাখ টাকা):   মেহেদী হাসান রানা, ইসামুল আহসান আবির, নাসুম আহমেদ, ইফতেখার সাজ্জাদ, মুরাদ খান, হুমায়ন কবির শাহীন, জয়রাজ শেখ, পিনাক ঘোষ, শাফিউল হায়াত রিদয়, জাকের আলী অনিক, সাঈদ সরকার, আশিকুজ্জামান, নুর আলাম সাদ্দাম, এবাদত হোসেন, আব্দুল হালিম, সনজিত সাহা, আরিফুল ইসলাম জনি, সালেহ আহমেদ শাওন, আহমেদ সাদিকুর রহমান, মেহরাব হোসেন জোসি, রাসেল আল মামুন, রেজাউল করিম রাজিব, হাবিবুর রহমান জনি, তাওহীদুল ইসলাম রাসেল, অমিতাভ নয়ন, রনি ও জুপিটার ঘোষ।   

এআরবি/এনইউ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।