ফিল্ডিং অনুশীলনে ঘাম ঝরালেন তামিম-মুশফিকরা


প্রকাশিত: ০১:০৯ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০১৬

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে প্রায় হারতে হারতে জয় পেয়েছে বাংলাদেশ। বোলারদের শেষ চার ওভারের  দুর্দান্ত বোলিংয়ে মাত্র ৭ রানের জয় পান টাইগাররা। জয় পেতে এতো সংগ্রামের কারণ হিসেবে অনেকেই ভাবছেন টাইগারদের অসংখ্য মিস ফিল্ডিং। পুরো ম্যাচে মিস ফিল্ডিংয়ের ছড়াছড়ির পাশাপাশি তিন তিনটি সহজ ক্যাচ ছেড়েছে তারা। তাই গতকাল থেকেই ফিল্ডিং অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন তামিম-মুশফিকরা।

মঙ্গলবার অনুশীলনের শুরুতেই ওয়ার্ম-আপ করেন মাশরাফিরা। ওয়ার্ম-আপ শেষে স্ট্রেচিং করে কিছুক্ষণ ফুটবল খেলেন তারা। এরপর ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসলের নেতৃত্বে ফিল্ডিং অনুশীলন করেন তারা। দীর্ঘক্ষণ অনুশীলন করার পর ব্যাট বলের অনুশীলনে যায় তারা।

এর আগে সোমবার শুধুমাত্র ফিল্ডিং অনুশীলনই করেছিলেন টাইগাররা। তবে বৃষ্টির কারণে ব্যাট-বলের অনুশীলন করার সুযোগ মেলেনি তাদের। যদিও মুশফিক-সাব্বিরসহ কয়েকজন খেলোয়াড় ইনডোরে অনুশীলন করেন।

উল্লেখ্য, আফগানদের বিপক্ষে প্রথম ম্যাচে ইনিংসের দ্বিতীয় ওভারেই তাসকিনের বলে স্লিপে ওপেনার মোহাম্মদ শাহজাদের ক্যাচ ছেড়েছিলেন ইমরুল কায়েস। এর দুই ওভার পর মাশরাফির বলে আরেক আফগান ওপেনার শাবির নুরির ক্যাচ মিড অফে মিস করেছেন রুবেল হোসেন। এমনকি ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে ৪০তম ওভারে হাসমতুল্লাহ শাহিদীর সহজ ক্যাচ তালুবন্দী করতে পারেননি অভিজ্ঞ খেলোয়াড় মাহমুদউল্লাহ।

আরটি/এনইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।