মুশফিকেই অগাধ আস্থা মাশরাফির


প্রকাশিত: ১১:৫৬ এএম, ২৭ সেপ্টেম্বর ২০১৬

অভিষেকের পর থেকে ধীরে ধীরে বাংলাদেশ দলের ব্যাটিংয়ের স্তম্ভ হয়ে উঠেছেন মুশফিকুর রহীম। তাই তাকে ডাকা হয় মিস্টার ডিপেন্ডেবল নামে। এই পুরোনো সৈনিকের ওপরই আস্থা বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার। যদিও প্রথম ম্যাচে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি মুশফিক। তবে মুশফিক যা-ই করবেন, বাংলাদেশের পক্ষেই আসবে বলে মনে করেন অধিনায়ক।

মঙ্গলবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মাশরাফি বলেন, ‘আমার কাছে মনে হয়, কোচ এবং ও খুব ভালো জানে ওদের কী পরিকল্পনা। ও (মুশফিক) নিজেও ওর ব্যাটিং নিয়ে অনেক কাজ করে। খেলোয়াড় ও সতীর্থ হিসেবে ওর প্রতি আমার অগাধ বিশ্বাস রয়েছে। ও যেটা করবে, যেই সিদ্ধান্ত নিবে সেটা আমাদের পক্ষেই আসবে।’

আফগানিস্তানের বিপক্ষে রশিদ খানের করা ৪৩তম ওভারের শেষ বলে ব্যক্তিগত ৬ রানে বোল্ডআউট হন মুশফিক। দুই বছর আগে ২০১৪-এর আগস্টে ওয়েস্ট ইন্ডিজে সর্বশেষ দুই অঙ্কের কোঠায় পৌছাতে পারেননি তিনি। ২০১৫ সালে ১৮ ম্যাচে ১৬ ইনিংস ব্যাটিং করে ৫১.১৩ গড়ে ৭৩৭ রান করেন তিনি।

আফগানদের বিপক্ষে প্রিয় শট স্লগ সুইপ খেলতে গিয়ে আউট হন মুশফিক। এর আগে চলতি ঘরোয়া লিগে কয়েকবারই এ শট খেলতে গিয়ে আউট হয়েছেন তিনি। তার এই শট নিয়ে প্রশ্ন তোলেন কিছু ক্রিকেটবোদ্ধারা। তবে এ নিয়ে ভাবছেন না মাশরাফি। স্লগ সুইপেই মুশফিক অনেক রান করেন বলে জানান তিনি। তাই তাকে তার খেলার পূর্ণ স্বাধীনতা দিতে চান অধিনায়ক।

‘শেষ দেড় বছরের পরিসংখ্যান দেখেন তাহলে দেখবেন মুশফিকের গড় রান ৪৯ (আসলে ৫১.১৩)। ৫০ গড়ে যে রান করেছে তাকে বলা ঠিক কিনা সে রানের মধ্যে নাই! আমার কাছে মনে হয় না। ওর শক্তি ওই শটটা (স্লগ সুইপ)। ওই শটে অনেক রান করে। যদি ওটা বন্ধ করে দেন তাহলে রানের জায়গাও কমে যাবে।’

ক্যারিয়ারে এখন পর্যন্ত ১৫৯টি ওয়ানডে ম্যাচ খেলেছেন মুশফিক। ৩১.৪০ গড়ে ২২টি হাফ সেঞ্চুরি ও ৪টি সেঞ্চুরিসহ রান করেছেন ৩৯২৬।

আরটি/এনইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।