জিতবেন, বিশ্বাস ছিল মাহমুদউল্লাহর


প্রকাশিত: ০১:০৬ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০১৬

আফগানিস্তানের ইনিংসের ৪৯.৪ ওভার পর্যন্ত ম্যাচের পরিস্থিতি ছিল সমান সমান। সে দুই বলে জয়ের জন্য ৮ রান প্রয়োজন ছিল সফরকারীদের। তবে তাসকিনের করা পঞ্চম বলে দৌলত জাদরান কোনো রান না করতে পারলে নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের জয়। শুধু তাই নয়, ২৬৬ রানের লক্ষ্যে ৪০ ওভারে দুই উইকেটে আফগানরা করেছিলেন ১৯০ রান। তবে এমন কঠিন পরিস্থিতিতেও জিতবেন বলে বিশ্বাস ছিল বাংলাদেশ দলের অন্যতম সেরা ব্যাটসম্যান মাহমুদউল্লাহ রিয়াদের।

সোমবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচ প্রসঙ্গে বলেন, ‘আমার বিশ্বাস ছিল। যখন ওরা ভালো একটা জুটি গড়েছিল, বিশেষ করে দ্বিতীয় উইকেট জুটিটা। আমরা শুধু এতটুকু বিশ্বাস করছিলাম যে দুয়েকটা উইকেট গেলে আমরা ঘুরে দাঁড়াতে পারবো। এবং আমরা তা করেছি। আলহামদুলিল্লাহ, আমরা ম্যাচটা জিতে মাঠ ছেড়েছি। খুব ভালো লাগছে।’

জয়ের জন্য শেষ চার ওভারে ২৮ রান প্রয়োজন ছিল আফগানিস্তানের। সে সময় ৪৭তম ওভারে বল করতে এসে মাত্র ১ রান দেন সাকিব আল হাসান। আর সেই ওভার শেষেই আফগানরা চাপে পড়ে যায় বলে মনে করেন মাহমুদউল্লাহ। এরপর তাসকিন-রুবেলের দারুণ বোলিংয়ে ৭ রানের জয়ের সন্তুষ্টি নিয়েই মাঠ ছাড়েন টাইগাররা।
 
‘মাশরাফি ভাইয়ের শেষ স্পেলের তিনটা ওভার এবং সাকিবের ৪৭তম ওভারটা খুব ক্রুশিয়াল ছিল। কারণ ওটা (সাকিবের ওভার) থেকে মাত্র একটা রান এসেছিল। তারপর রান রেট নয়ে চলে যায়। এরপর আমার বিশ্বাস ছিল রুবেল ও তাসকিনরা যদি ওদের ভালো ইয়র্কারগুলো দিতে পারে ইনশাআল্লাহ আমরা ম্যাচে ফিরতে পারবো।’
 
প্রথম ম্যাচে জয় পেতে কঠিন পরিস্থিতিতে পরলেও পরের ম্যাচে আরো আত্মবিশ্বাসের সঙ্গে খেলবেন বলে জানান মাহমুদউল্লাহ। দীর্ঘদিন পর ওয়ানডেতে ফিরে আগের ছন্দ কিছুটা হারিয়ে ফেলেছিলেন বলে মনে করেন তিনি, ‘আমরা যদি সবসময় খেলতে থাকি তাহলে একটা ছন্দের বিষয় থাকে। যতই আমরা ফিটনেস নিয়ে কাজ করি, আন্তর্জাতিক ম্যাচে ফিটনেস ভিন্ন বিষয়। আশা করি ওই বিষয়গুলো কাটিয়ে উঠে আমরা পরবর্তী ম্যাচে আরো ভালো করতে পারবো, ফিরবো স্বরূপে।’

আরটি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।