‘সৌম্য আবারো স্বরূপে ফিরে আসবে’


প্রকাশিত: ১২:৩৮ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০১৬

২০১৫ সালটা স্বপ্নের মতোই কেটেছিল সৌম্য সরকারের। কিন্তু গত বছরের শেষ দিকে সময়টা হঠাৎ বদলে যায়। জিম্বাবুয়ে সিরিজের ঠিক আগ মুহূর্তে ইনজুরিতে পড়েন সৌম্য। এরপর টি-টোয়েন্টি ক্রিকেট দিয়ে ফিরেছিলেন চলতি বছরের শুরুতে। কিন্তু ফেরাতে পারেননি গত বছরের সেই দুর্দান্ত ফর্ম। তবে সৌম্য আবারো স্বরূপে ফিরে আসবেন, এমনটাই আশা করছেন বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন। সৌম্যকে ক্লাস ক্রিকেটার মেনে তিনি বললেন, ‘ক্লাস ইজ পার্মানেন্ট, ফর্ম ইজ টেম্পোরারি।’

সোমবার মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে সৌম্যর ফর্ম প্রসঙ্গে সুজন বলেন, ‘ওই রকম হতেই পারে। কারণ ছোট বেলা থেকে শুনেছি; ক্লাস ইজ পার্মানেন্ট, ফর্ম ইজ টেম্পোরারি। আমার মনে হয় সৌম্য একজন ক্লাস ক্রিকেটার। একটি ইনিংসের দরকার, হয়তো তাতেই ঘুরে দাঁড়াবে। ও ইতোমধ্যেই নিজেকে প্রমাণ করেছে। আমার মনে হয় একটা ভালো ইনিংস খেললেই ও আবারো স্বরূপে ফিরে আসবে।’

গত ম্যাচে শুন্য রানের ফিরেছেন সৌম্য। ওয়ানডে ম্যাচে এই প্রথম খালি হাতে ফিরলেন তিনি। চলতি বছরে ওয়ানডে না খেললেও ১৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন এ ওপেনার। আর তাতে করেছেন মাত্র ২৫৫ রান। এমনকি এবারের ঢাকা প্রিমিয়ার লিগেও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি। ১৫ ম্যাচে ৩৪৯ রান করেছিলেন তিনি।

উল্লেখ্য, এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ ওয়ানডে সিরিজ খেলেছিলেন সৌম্য। সে সিরিজে ২৯০ রান (২৭, ৮৮* ও ৯০) করে হয়েছিলেন সিরিজসেরাও।

আরটি/এনইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।