‘টাইগাররা টাইগারের মতোই খেলবে’


প্রকাশিত: ১১:৪৩ এএম, ২৬ সেপ্টেম্বর ২০১৬

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে প্রায় হারতে হারতে জয় পেয়েছে বাংলাদেশ। দারুণ উত্তেজনাপূর্ণ ওই ম্যাচে মাত্র ৭ রানে জয় পায় টাইগাররা। এমন ফলাফলের জন্য টানা প্রায় দশ মাস পর খেলতে নামার প্রভাব বলে মনে করছেন বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন। তার মতে দীর্ঘদিন পর মাঠে ফেরায় কিছুটা ভীত ছিলেন মাশরাফিরা। তাই এ খোলস থেকে বেরিয়ে টাইগারের মতো ক্রিকেট খেলতে বলেছেন বাংলাদেশ দলের সাবেক এ অধিনায়ক।

সোমবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সুজন বলেন, ‘ওদের ভয় ডরহীন ক্রিকেট খেলতে হবে। দশ মাস আগে আমরা যেভাবে ক্রিকেট খেলেছি সেভাবে খেলতে হবে। কাল সবই ঠিক ছিল তবে সামান্য ভয় হয়তো কাজ করেছিল, সেটা আমি চাই না। আমরা চাই ভয় ছাড়া ক্রিকেট। টাইগাররা টাইগারের মতোই খেলবে।’

গতকাল প্রথমে ব্যাটিং করে ২৬৫ রান করতে পেরেছিল বাংলাদেশ। জবাবে এক পর্যায়ে দুই উইকেটে ১৯০ রান সংগ্রহ করেছিল সফরকারীরা। তবে এরপর সাকিব-মাশরাফি-তাসকিনদের দুর্দান্ত বোলিংয়ে ম্যাচ জিতে নেয় টাইগাররা। টাইগারদের এমন কঠিন পরিস্থিতিতে পড়ার কারণ দশ মাস বিরতির প্রভাব মনে করছেন সুজন।

tiger

‘আন্তর্জাতিক ম্যাচ একটা আলাদা ম্যাচ, আপনি যতই ঘরোয়া ক্রিকেট খেলেন কিংবা অনুশীলন ম্যাচ খেলেন আন্তর্জাতিক ম্যাচের আবহাওয়া তৈরি করতে পারবেন না। গতকাল আমাদের বোলিং, ব্যাটিং বা ফিল্ডিং যাই বলেন নিজেদের একটু গুটিয়ে রেখেছিলাম। এটা হয়তো অনেকদিন পর আন্তর্জাতিক ম্যাচ খেলার কারণে হয়েছে।’

তবে দলের জয়ে দারুণ খুশি সুজন। আশা করছেন এ ম্যাচে থেকে উজ্জবিত টাইগাররা, ‘আমরা ভাগ্যবান যে আমরা ঘুরে দাঁড়িয়ে ম্যাচটা জিততে পেরেছি। আমার মনে হয় এটা আমাদের দারুণভাবে উজ্জীবিত করবে। গত বছর থেকে আমরা যেভাবে ক্রিকেট খেলে আসছি সেখানে ফিরে যেতে সাহায্য করবে।’

আগামী বুধবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম ম্যাচে জয়ের ফলে ১-০ তে এগিয়ে রয়েছে স্বাগতিকরা।

আরটি/এনইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।