হাবিবুল বাশারের রেকর্ড ভাঙলেন মাশরাফি


প্রকাশিত: ০২:৪৫ এএম, ২৬ সেপ্টেম্বর ২০১৬

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে রোমাঞ্চকর লড়াইয়ে আফগানিস্তানকে ৭ রানে হারিয়েছে বাংলাদেশ। মাশরাফির নেতৃত্বে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের এটি ৩১তম (২১ ওয়ানডে, ৯ টি-টোয়েন্টি, ১ টেস্ট) জয়। আর এ জয়ে তিনি ছাড়িয়ে গেলেন হাবিবুল বাশারকে। সাবেক এই অধিনায়কের নেতৃত্বে বাংলাদেশ জয় পেয়েছিল ৩০টি ম্যাচে।

পাশাপাশি হাবিবুল বাশার নেতৃত্ব ৮৭ ম্যাচে বাংলাদেশের অধিনায়কত্ব করেছেন যেখানে মাশরাফির লেগেছে মাত্র ৫৩টি ম্যাচ। তবে ওয়ানডেতে মাশরাফির চেয়ে হাবিবুল বাশারের জয়ের পরিমাণ খানিকটা বেশি। ৬৯ ম্যাচে নেতৃত্ব দিয়ে বাশার জিতেছেন ২৯টিতে। অধিনায়ক মাশরাফি ২৯ ওয়ানডেতে জিতেছেন এখন পর্যন্ত ২১টি।

৬২ ম্যাচে নেতৃত্ব দিয়ে ২৪টি জয়ের মুখ দেখেছেন সাকিব। ৮৪ ম্যাচে অধিনায়ক মুশফিকুর রহিমের জয় ২৩টি। ৬২ ম্যাচে টস করে ১০ ম্যাচ জয়ের হাসিতে শেষ করতে পেরেছিলেন মোহাম্মদ আশরাফুল।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।