প্র্যাকটিস-জিম করার চেয়ে ম্যাচ খেলা অনেক কার্যকর : সাকিব


প্রকাশিত: ০৯:৩০ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০১৬

গত দুই বছরে বেশিরভাগ সময়ই তিনি অন্যদের সাথে অনুশীলন করতে পারেননি। হয় আইপিএল, না হয় সিপিএল কিংবা অন্য কোন বিদেশি লিগে খেলার কারণে ব্যস্ত থাকায় সবার পরে জাতীয় দলের অনুশীলনে যোগ দিয়েছেন।

এবারো তার ব্যতিক্রম হয়নি। সিপিএল খেলার পর মালদ্বীপ ভ্রমণ- দুয়ে মিলে কন্ডিশনিং ক্যাম্পের পুরোটা মিস। তারপর স্কিল ট্রেনিং শুরুর বেশ কদিন পর যোগ দেয়া; কিন্তু মাঠে নেমে তিনিই আবার সবার সেরা। কি এর রহস্য?

আর সবার মত নিয়মিত জাতীয় দলের সাথে রুটিন প্র্যাকটিস না করেও কিভাবে তিনি বার বার ম্যাচ সেরা হন, দল জেতান? এ প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‘আসলে প্র্যাকটিস, জিম ওয়ার্ক ও ফিজিক্যাল ট্রেনিংয়ের চেয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলা অনেক বেশি কার্যকর। অনুশীলন কোন দিনই ম্যাচ খেলার বিকল্প হতে পারে না। আমি খেলার মধ্যে থাকি, তাই সেটাই বেশি কাজে লাগে।’  

এআরবি/আইএইচএস/এআরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।