তিন ফরমেটে সর্বাধিক রান সংগ্রাহকও হতে চান সাকিব


প্রকাশিত: ০৯:১৭ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০১৬

তিনি টেস্ট, ওয়ানডে আর টি-টোয়েন্টি, এই তিন ফরম্যাটে বাংলাদেশের সর্বাধিক উইকেট শিকারী। যে কৃতিত্ব নেই আর কারো। শুধু বাংলাদেশেই নয়, বিশ্বে আর কারও এমন কৃতিত্ব নেই।

এমন আকাশছোঁয়া উচ্চতায় উঠে কার না ভাল লাগে? সাকিবও খুশি। তারও মনে আনন্দেও ফলগুধারা। মুখ ফুটে বলেই বসলেন, ‘তিন ফরম্যাটের ক্রিকেটে সর্বাধিক উইকেট শিকারী আমি- অবশ্যই ভালো লাগার বিষয়।’

এটুকু বলে সাকিব আরও একটা দারুণ কথা বললেন। যা বলে দেয় তিনি কতটা পেশাদার? ‘তিন ফরম্যাটে সর্বাধিক উইকেট শিকারী হয়ে যতটা ভাল লাগছে, আরও ভাল লাগতো যদি তিন ফরম্যাটে সবচেয়ে বেশি রানটাও আমার থাকতো।’

এক সময় তো তিন ফরম্যাটে রান বেশি ছিল সাকিবেরই। সে কথা স্মরণ করিয়ে তিনি বলেন, ‘এক সময় দুই ফরম্যাটে বেশি রান ছিল আমারই। এখনো স্বপ্ন দেখি, তিন ফরম্যাটে সবার চেয়ে বেশি রান করার; কিন্তু কি আর করবো? ওপরে মানে আমার আগে যারা নামেন তারা সবাই এত বেশি ভাল খেলছে যে, আমি সুযোগই পাই না।’

এআরবি/আইএইচএস/এআরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।