‘পাকিস্তানের সঙ্গে আর ক্রিকেট ম্যাচ খেলবে না ভারত’


প্রকাশিত: ০৯:০২ এএম, ২৪ সেপ্টেম্বর ২০১৬

উরিতে জঙ্গি হামলার ছায়া এবার পড়ল ক্রিকেটে। উরির ঘটনার পরই বিসিসাই প্রেসিডেন্ট অনুরাগ ঠাকুর জানিয়ে দিলেন, পাকিস্তানের সঙ্গে ক্রিকেট খেলার কোন প্রশ্নই ওঠে না। এবার তার সঙ্গে সুর মেলালেন ভারতের সাবেক অধিনায়ক ও ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) প্রধান সৌরভ গাঙ্গুলি।

পাকিস্তানের সঙ্গে ক্রিকেট সংক্রান্ত সম্পর্কের ইতি টানার বার্তা দিয়ে বোর্ড সভাপতি অনুরাগ ঠাকুর বলেন, `পাকিস্তান সন্ত্রাসে মদত দিচ্ছে কি না, তা প্রকাশ হওয়া বেশি জরুরি৷ এরকম একটা দেশের সঙ্গে ক্রিকেট খেলার কোনও প্রশ্নই উঠছে না`।

ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডেতে গাঙ্গুলি বলেন, `জঙ্গীবাদ একটা বড় সমস্যা। যখন বর্ডারে আমাদের মানুষরা মারা যান, তখন তাদের (পাকিস্তান) সাথে ক্রিকেট খেলা যায় না।`

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।