মেসির জন্য ক্ষমা চাইল আর্জেন্টিনা


প্রকাশিত: ০৬:১১ এএম, ২৪ সেপ্টেম্বর ২০১৬

‘বার্সেলোনা মেসির যত্ন নেয় না’ এমন মন্তব্য করে ফুটবল বিশ্বেই ঝড় তুলেছেন আর্জেন্টিনার কোচ এদগার্দো বাউজা। এরই মধ্যে বার্সা কোচ লুইস এনরিকে, সাবেক সতীর্থ সেস্ক ফ্যাব্রিগাস আর্জেন্টিনা কোচের জবাব দিয়েছেন। এ নিয়ে খারাপ কিছু হওয়ার আগেই কোচ বাউজার মন্তব্যের জন্য বার্সেলোনার কাছে ক্ষমা চেয়েছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ)।

এএফএর মুখপাত্র জোসেফ ভিভেস কাল জানিয়েছেন, `আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন ইতিমধ্যে বার্সেলোনার সঙ্গে যোগাযোগ করে মেসির চোট নিয়ে কোচ বাউজার করা মন্তব্যের কারণে ক্ষমা চেয়েছে। এএফএ আরও নিশ্চিত করেছে, কোচ বাউজার কোনো মন্দ উদ্দেশ্য নেই, তবে তার মন্তব্যটা দুর্ভাগ্যজনক।`

অবশ্য মেসিকে নিয়ে মন্তব্যের পর স্পোর্ত-এর সঙ্গে এক সাক্ষাৎকারে নিজের মন্তব্যের ব্যাখ্যাও দিয়েছেন বাউজা। সেখানে বলেছেন, ‘আমি স্পষ্ট করে বলে দিতে চাই, বার্সেলোনার সঙ্গে লড়াই করার কোনো ইচ্ছে নেই আমার। আমরা মেসির ভালোর জন্য একসঙ্গে কাজ করতে চাই। কারণ মেসি তো সাধারণ কোনো খেলোয়াড় নয়।’

সংবাদমাধ্যমে তার বক্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছে বলেও দাবি করে বাউজা বলেন, `আমি যা বলেছিলাম, সেটা সংবাদমাধ্যমে ঠিকভাবে আসেনি। আমি যেটাতে জোর দিয়েছিলাম তা হচ্ছে, মেসির দেখভাল করা আমাদের সবার দায়িত্ব।`

এদিকে বার্সা কোচ বাউজার মন্তব্যের কড়া জবাব না দিলেও কড়া জবাব এসেছে মেসির সাবেক বার্সেলোনা সতীর্থ ও চেলসির স্পানিশ মিডফিল্ডার ফ্যাব্রিগাস। স্প্যানিশ রেডিও কাদেনা কোপেকে ফ্যাব্রিগাস বলেন, `আমি মনে করি, বার্সেলোনাই বিশ্বের একমাত্র ক্লাব, যারা মেসির যত্ন নিতে পারে। তারা সব সময়ই তার যত্ন নিয়েছে, ভবিষ্যতেও নেবে।`  

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।