ওয়াসিমের ঘূর্ণিতে পাকিস্তানের সহজ জয়


প্রকাশিত: ০২:৫৬ এএম, ২৪ সেপ্টেম্বর ২০১৬

ইমাদ ওয়াসিমের ক্যারিয়ার সেরা বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ৯ উইকেটের সহজ জয় পেয়েছে পাকিস্তান। আর এ জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে গেল সরফরাজ বাহিনী।

দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার টস হেরে ব্যাট করতে নেমে বাঁহাতি স্পিনার ওয়াসিমের ঘূর্ণিতে বিভ্রান্ত হয়ে ৪৮ রানের মধ্যে ৮ উইকেট হারিয়ে চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। তবে নবম উইকেটে জেরোম টেইলরের সঙ্গে ব্রাভোর বিশ্ব রেকর্ড জুটি দলকে তিন অঙ্কের রানে নিয়ে যায়।

নবম উইকেটে আগের সর্বোচ্চ ছিল সোহেল তানভির ও সাঈদ আজমলের ৬৩। ২০১৩ সালে এই মাঠেই শ্রীলঙ্কার বিপক্ষে রেকর্ড গড়েছিলেন তারা। এবার তাদের ছাড়িয়ে ব্রাভো-টেইলর করেন ৬৬ রান।

pakistan

শেষ পর্যন্ত ডোয়াইন ব্রাভো ৫৫ রানের উপর ভর করে ১১৫ রানের সংগ্রহ পায় বিশ্ব চ্যাম্পিয়নরা। ১৪ রানে ৫ উইকেট নিয়ে পাকিস্তানের সেরা বোলার ওয়াসিম।  
 
১১৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক হয়ে খেলতে থাকে পাকিস্তান। ১৮ বলে ২২ রান করে ফিরে যান শারজিল খান। এরপর দ্বিতীয় উইকেটে খালিদ লতিফের সঙ্গে ৮৮ রানের জুটিতে পাকিস্তানকে অনায়াস জয় এনে দেন বাবর আজম। ৩৭ বলে ৫৫ রান করে অপরাজিত থাকেন এই ব্যাটসম্যান। এছাড়া খালিদ লতিফ ৩২ বলে ৩৪ রানে অপরাজিত থাকেন।  সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি শনিবার একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।