শুক্রবার আফগানদের মুখোমুখি বিসিবি একাদশ


প্রকাশিত: ০৩:৫৫ পিএম, ২২ সেপ্টেম্বর ২০১৬

২০১৪ সালে সালে ঘরের মাঠে এশিয়া কাপে প্রথমবার আফগানদের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সেবার তাদের কাছে আত্মসমর্পণ করেছিলেন টাইগাররা। যদিও পরের বছর বিশ্বকাপে আফগানদের হারিয়ে সে প্রতিশোধ নিয়েছিলেন তারা। কিন্তু এরপর প্রায় দেড় বছর কেটে গেলেও ওয়ানডেতে আর তাদের মুখোমুখি হননি মাশরাফিরা। তবে রোববার সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে নামার আগে শুক্রবার ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে আফগানিস্তানের শক্তি যাচাই করার সুযোগ পাচ্ছেন সাকিব-তামিমরা।

শুধু আফগানদের শক্তির পরীক্ষা নয়, সুযোগ হয়েছে জাতীয় দলের তিন তারকার ওয়ানডেতে নিজেদের ঝালিয়ে নেওয়ার। জাতীয় দলের ১৩ সদস্যের দলে থেকে তিন জন খেলোয়াড় হলেন মোসাদ্দেক হোসেন সৈকত, সাব্বির রহমান ও ইমরুল কায়েস। এছাড়া গত নভেম্বরের পর বাংলাদেশ কোনো ওয়ানডে ম্যাচ খেলেনি। তাই ১০ মাস পর ৫০ ওভারের ম্যাচ খেলে নিজেদেরও দেখে নেওয়ার সুযোগ পাচ্ছে তারা।
 
বৃহস্পতিবার আফগানিস্তান মিরপুরের একাডেমিতে অনুশীলন করলেও বাংলাদেশ দল এদিন অনুশীলন করেনি। আগামী ২৫ সেপ্টেম্বর মিরপুর শের-ই-বাংলা প্রথম ওয়ানডে ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ ও আফগানিস্তান। এরপর ২৮ সেপ্টেম্বর এবং ০১ অক্টোবর বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে একই ভেন্যুতে। তিনটি ম্যাচই দিবারাত্রির।

বিসিবি একাদশ : ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকত, সাব্বির রহমান, লিটন কুমার দাস, শুভাগত হোম চৌধুরী, আবু হায়দার রনি, সানজামুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, মোহাম্মদ আল আমিন জুনিয়র, শুভাষীশ রায় চৌধুরী, মেহেদি হাসান মিরাজ ও আলাউদ্দিন বাবু।

আফগানিস্তান দল : আসগর স্টানিকজাই (অধিনায়ক), মোহাম্মদ শাহজাদ (উইকেটরক্ষক), রহমত শাহ, মীরওয়েজ আশরাফ, দৌলত জাদরান, সামিউল্লাহ শেনওয়ারি, মোহাম্মদ নবী, রশিদ খান, হাসমতউল্লাহ শাইদি, ফরিদ আহমেদ, আমির হামজা, নাজিবুল্লাহ জাদরান, নওরোজ মঙ্গল, নাভিনুল হক, করিম জানাত, সাব্বির নুরি, ও ইহসানউল্লাহ জানাত।

আরটি/এনইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।