তাসকিনের জন্য জায়গা খালি রাখলো বিসিবি


প্রকাশিত: ০৮:১০ এএম, ২২ সেপ্টেম্বর ২০১৬

স্বাগতিক দল হিসেবে যে কোন সময় দল ঘোষণার এখতিয়ার রাখে যে কোন দল। আফগানিস্তানের বিপক্ষে তাই ওয়ানডে দল ঘোষণার জন্য বেশ সময় নিলো বিসিবির নির্বাচক কমিটি। শেষ পর্যন্ত ঘোষণা করা হলো ১৩ সদস্যের ওয়ানডে দল। তাও তিন ম্যাচের সিরিজে প্রথম দুই ম্যাচের জন্য।

সাধারণত ১৪ সদস্যের দল ঘোষণা করা হয়ে থাকে কোন ম্যাচ কিংবা সিরিজের জন্য; কিন্তু বাংলাদেশ ঘোষণা করেছে ১৩ সদস্যের দল। কেন এমন করা হল? খোঁজ নিতে গিয়ে জানা গেলো আসল রহস্য। ১৪তম স্থানটি রাখা হয়েছে তাসকিন আহমেদের জন্য।

ধারণা ছিল আজ সকালের মধ্যেই তাসকিনের রিপোর্ট হাতে পাওয়া যাবে; কিন্তু যে কারণেই হোক, সেই রিপোর্ট আজ পাওয়া গেলো না। তবে বিসিবির ধারণা আগামী দু`একদিনের মধ্যে তো রিপোর্ট পাওয়া যাবেই। তখন ১৪তম ক্রিকেটার হিসেবে তাসকিনকে যুক্ত করে নেয়া হবে দলে।

আইএইচএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।