ঘরোয়া ফুটবলে এক বছর নিষিদ্ধ জাহিদ


প্রকাশিত: ০৪:৩৯ এএম, ০২ ফেব্রুয়ারি ২০১৫

মোহামেডানের কাছ থেকে নেয়া অগ্রিম টাকা ফেরত না দেয়ায় ঘরোয়া ফুটবলে এক বছর নিষিদ্ধ করা হয়েছে জাতীয় দলের ফুটবলার জাহিদ হোসেনকে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ডিসিপ্লিনারি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী বছরের ৪ জানুয়ারি পর্যন্ত দেশে এবং দেশের বাইরে কোনো ক্লাবের হয়ে খেলতে পারবেন না জাহিদ।

এর আগে মোহামেডানের অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ডিসিপ্লিনারি কমিটি জাহিদকে ১৬ লাখ টাকা জরিমানা করেছিল। ৫ জানুয়ারি নেয়া কমিটির সিদ্ধান্ত অনুযায়ী,৩১ জানুয়ারির মধ্যে টাকা ফিরিয়ে দেয়ার কথা ছিল। অন্যদিকে দলবদলের সময় শেষ হয়েছে শুক্রবার। জাহিদের নাম বাফুফেতে জমা দিয়েছিল শেখ রাসেল। কিন্তু মোহামেডানের টাকা ফেরত না দেয়ায় তার নিবন্ধন স্থগিত রাখা হয়েছে।

বাফুফের এক দায়িত্বশীল সূত্র জানায়,জাহিদ মোহামেডানের সঙ্গে ঝামেলা মিটিয়ে ফেললেই নতুন ক্লাবে নাম লেখাতে পারবেন। তবে এ ব্যাপারে বাফুফের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

এমআর/আরআইপি


 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।