তবুও পাকিস্তান ভয়ঙ্কর!


প্রকাশিত: ১২:৪৩ পিএম, ২০ সেপ্টেম্বর ২০১৬

একের পর এক পরাজয়ে নাস্তানাবুধ পাকিস্তান ওয়ানডে ক্রিকেট দল। গত বছর বাংলাদেশের কাছে লজ্জা পাওয়ার পর থেকেই ওয়ানডেতে টানা পরাজয়ের মধ্যে রয়েছে দেশটির ক্রিকেটাররা। যার ফলে টেস্ট র্যাংকিংয়ে শীর্ষে থাকলেও ওয়ানডে র্যাংকিংয়ে তারা রয়েছে একেবারে তলানীতে। সম্প্রতি ইংল্যান্ডের কাছে তারা বিধ্বস্ত হয়েছে ৪-১ ব্যবধানে।

এমন একটি দলকেই কি না ভয়ঙ্কর হিসেবে আখ্যায়িত করলেন ওয়েস্ট ইন্ডিজের লেগ স্পিনার স্যামুয়েল বদ্রি। আগামী সপ্তাহেই আরব আমিরাতে শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাকিস্তানের টি-টোয়েন্টি সিরিজ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পর তিনটি ওয়ানডে এবং ৩টি টেস্ট খেলবে দল দুটি।

সিরিজ শুরুর আগে প্রতিপক্ষকে বেশ সমীহই করতে দেখা গেলো ওয়েস্ট ইন্ডিজের ওই স্পিনারকে। তিনি বললেন, ‘পাকিস্তান ভেরি ভেরি ডেঞ্জারাস টিম। যারা যে কোন প্রতিপক্ষকে ধুমড়ে-মুচড়ে দিতে পারে।’

শুক্রবারই প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হচ্ছে দু’দল। টি-টোয়েন্টি র্যাংকিংয়ে ওয়েস্ট ইন্ডিজ রয়েছে তিন নম্বরে। যারা আবার বর্তমান চ্যাম্পিয়নও বটে। অপরদিকে পাকিস্তান রয়েছে র্যাংকিংয়ের সাত নম্বরে। বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই যারা বিদায় নিয়েছিল। তবুও পাকিস্তানকে খুব বেশি চ্যালেঞ্জিং দল বলে মনে করছেন বদ্রি।

তিনি বলেন, `নিজেদের দিনে তারা যে কোন প্রতিপক্ষকে বিধ্বস্ত করে দিতে পারে। এ কারণেই তাদের চ্যালেঞ্জ নিয়ে আমরা চিন্তিত। আমরা প্রতিটি প্রতিপক্ষকেই সম্মান করি। একইভাবে পাকিস্তানকেও আমরা সমীহ করছি। তাদেরকে খুব বেশি ভয়ঙ্কর মনে করেই সেভাবে প্রস্তুতি নিচ্ছি আমরা।`

ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টিতে তাদের সেরা দু`জন খেলোয়াড়কে ছাড়াই খেলতে নামবে পাকিস্তানের বিপক্ষে। ক্রিস গেইল এবং আন্দ্রে রাসেল- দু`জনই রয়েছেন ইনজুরিতে। এ কারণে পাকিস্তানকে আরও বেশি সমীহ বদ্রির। তিনি বলেন, `এই দলটিই তো একবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল। সুতরাং, আমাদের বিশ্বাস, কঠিন প্রতিদ্বন্দ্বী একটি দল হবে তারা।`

আইএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।