আশরাফুলের বাবার মৃত্যুতে শোকাভূত তাসকিন


প্রকাশিত: ০৭:১৪ এএম, ২০ সেপ্টেম্বর ২০১৬

পৃথিবীর মায়া ত্যাগ করে না ফেরার দেশে চলে গেলেন ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলের বাবা আবদুল মতিন। সোমবার দিবাগত রাত দেড়টায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আশরাফুলের বাবার মৃত্যুতে শোকাভূত জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদ।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন তাসকিন। পাশাপাশি এ কামনাও করেছেন যে আশরাফুলের বাবাকে আল্লাহ তা`য়ালা যেন জান্নাতবাসী করেন।

নিজের অফিসিয়াল ফেসবুক পেজে তাসকিন লিখেছেন, ‘ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলের বাবা আর নাই। আজ সকালে (সোমবার দিবাগত রাত দেড়টায়) রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। আমিন।’

প্রসঙ্গত, ফুসফুস ও হৃদযন্ত্রের জটিলতায় আক্রান্ত হয়ে কিছুদিন ধরেই রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি ছিলেন ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলের বাবা আবদুল মতিন। মুত্যুর সময় তার বয়স হয়েছিল ৭২ বছর। আজ বাদ জোহর ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের নিজ গ্রামে তাকে দাফন করা হবে।

এনইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।