শিগগিরই অস্থিরতা কেটে যাবে : গভর্নর


প্রকাশিত: ০৯:৩১ এএম, ০১ ফেব্রুয়ারি ২০১৫

দেশে চলমান রাজনৈতিক অস্থিরতা শিগগিরই কেটে যাবে বলে আশা করছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। রোববার বাংলাদেশ ব্যাংক প্রশিক্ষন একাডেমিতে এক অনুষ্ঠানে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, হালের রাজনৈতিক অস্থিরতা ও সহিংস ঘটনা আমাদের প্রবৃদ্ধির প্রক্ষেপন অর্জনের সম্ভাবনাকে অশ্চিয়তায় ফেলেছে। আশা করি, অচিরেই এই অস্থিরতা কেটে যাবে। দেশে ফিরে আসবে শান্তি ও স্থিতিশীলতা।

বাংলাদেশ ব্যাংকের নবীন কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষন শেষে সনদ বিতরণ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অন্যান্যদের মধ্যে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এসকে সূও চৌধুরি, প্রশিক্ষণ একাডেমির ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক গোলাম মোস্তফা উপস্থিত ছিলেন।

আতিউর রহমান বলেন, সম্প্রতি আমরা নতুন মুদ্রানীতি দিয়েছি। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হলে আমরা মুদ্রানীতি বাস্তবায়নে সক্ষম হবো। তিনি আরও বলেন, কর্মকর্তাদের সততা নিয়ে কাজ করতে হবে। পেশাদারি মনোভাব নিয়ে এগিয়ে যেতে হবে।

এসএ/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।