২৩ নভেম্বর প্রাথমিক সমাপনী পরীক্ষা শুরু


প্রকাশিত: ০৮:৫৫ এএম, ০৩ আগস্ট ২০১৪

এ বছর প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা ২৩ নভেম্বর শুরু হবে। পরীক্ষা চলবে ৩০ নভেন্বর পর্যন্ত। ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ২৮ ডিসেম্বর।

প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষার জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় রবিবার এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এ তথ্য জানান।

সভায় বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের জন্য আগের বছরের মতো পরীক্ষার সময় ২০ মিনিট অতিরিক্ত সময় ধার্য করা হয়েছে। পরীক্ষার ফিও আগের মতোই ৬০ টাকা থাকছে। খ্রিস্টীয় ধর্মাবলম্বী সেভেন্থ-ডে অ্যাডভেন্টিস্ট সম্প্রদায়ভুক্ত পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে শনিবার কোনো পরীক্ষা রাখা হয়নি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।