জামিনে মুক্তি পেলেন কুলাসেকারা


প্রকাশিত: ০৪:২৫ এএম, ২০ সেপ্টেম্বর ২০১৬

ক্যান্ডি থেকে কলম্বোয় ফেরার পথে নুয়ান কুলাসেকারার গাড়ির সঙ্গে একটি মোটরসাইকেলের সংঘাত হয়। ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। এতে পুলিশের হাতে আটক হন শ্রীলঙ্কান ক্রিকেটার নুয়ান কুলাসেকারা। আপাতত লঙ্কান এই পেসারকে জামিনে মুক্তি দেয়া হয়েছে। এমন তথ্যই নিশ্চিত করা হয়েছে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে।

এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘প্রাথমিক তদন্ত শেষে জানা গেছে, ক্যান্ডি থেকে কলম্বোয় ফিরছিলেন কুলাসেকারা। বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল আরোহী একটি বাসকে অতিক্রম করতে গিয়ে বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। যেকারণে কুলাসেকারার গাড়ির সঙ্গে সংঘাত হয় ওই মোটরবাইকের।’

প্রসঙ্গত, শ্রীলঙ্কার কাদাওয়াথা শহরের কিরিলাওয়েলা অঞ্চলে এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় ২৮ বছর বয়সী মোটরসাইকেল আরোহী মারা যান। ঘটনাস্থল থেকে কুলাসেকারাকে আটক করে পুলিশ। এরপর ৩৪ বছর বয়সী বোলারকে মাহারার ম্যাজিস্ট্রেটের সামনে পেশ করা হয়।

এনইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।