আশরাফুলের বাবা আর নেই


প্রকাশিত: ০৯:৩৭ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০১৬

ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলের বাবা আব্দুল মতিন আর নেই। সোমবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। বেশ কিছুদিন যাবত তিনি হৃদরোগে ভুগছিলেন।

সংবাদ মাধ্যমকে বাবার মৃত্যুর খবর নিশ্চিত করে আশরাফুল জানান, গত ১১ সেপ্টেম্বর থেকে তার বাবা হাসপাতালে ভর্তি ছিলেন। ২০০৬ সালে তার হার্ট অপারেশন হয়। এরপর গত মে মাসে হার্টে ব্লক থাকায় রিং পরানো হয়।

সোমবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়। পরে তাকে শক দেয়া হলে হৃদক্রিয়া পুনরায় চালু হয়। এরপর রাত সোয়া ১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উল্লেখ্য, আন্তর্জাতিক ক্রিকেটে বেশ কিছুদিন নিষিদ্ধ ছিলেন আশরাফুল। নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ায় এ বছরই মাঠে নামতে পারছেন বাংলাদেশ ক্রিকেট দলের এক সময়ের অধিনায়ক।

গত ৫ সেপ্টেম্বর কন্যাসন্তানের বাবা হন টেস্ট ক্রিকেটের অভিষেকে সর্বকনিষ্ঠ এই সেঞ্চুরিয়ান।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।