আফগানদের বিপক্ষেই ফিরছেন তামিম


প্রকাশিত: ০১:০৪ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০১৬

দিন বিশেক আগে হঠাৎ করেই জানা গেলো ইনজুরিতে পড়েছেন তামিম। চার সপ্তাহ বিশ্রামে থাকতে হবে তাকে। তবে আশার কথা, দ্রুতই সেরে উঠেছেন বাংলাদেশের এ ড্যাশিং ওপেনার। আফগানিস্তানের বিপক্ষেই মাঠে ফিরবেন বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।
 
রোববার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বিসিবি চিকিৎসক বলেন, ‘তামিমের অবস্থা এখন ভালো। এখন সব কিছু নির্ভর করছে তামিমের উপর। দুই-তিন ব্যাটিংয়ে পর বোঝা যাবে তার অবস্থা। তামিম নিজেই বুঝতে পারবে নিজের অবস্থা। তবে আমার মনে হয় না আফগানিস্তান সিরিজ মিস হবে তামিমের। ওখানে খুব স্বাভাবিকভাবেই খেলতে পারার কথা তার।’

অবস্থার উন্নতি দেখলেও দেবাশীষ বিষয়টি ছেড়ে দিয়েছেন তামিমের উপর। নিজের উপর আস্থা থাকলেই খেলতে পারবেন তামিম। তবে অবস্থার উন্নতি দেখে আফগানদের বিপক্ষে তার ফেরার ব্যাপারে আশাবাদী এ চিকিৎসক।

উল্লেখ্য, গত ২৭ আগস্ট অনুশীলন করতে গিয়ে বাঁহাতের আঙ্গুলে ব্যথা পান তামিম। এমআরআই করা হলে তাতে বড় কিছু ধরা না পরলেও চার সপ্তাহ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকরা।

আরটি/এনইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।