ধোনির বায়োপিকের সমালোচনায় গম্ভীর


প্রকাশিত: ১২:৫৪ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০১৬

মহেন্দ্র সিং ধোনি আর গৌতম গম্ভীরের মধ্যকার সর্ম্পকটা দা-কুমড়ার, এটা অজানা নয় কারোরই। সুযোগ পেলেই ধোনিকে একহাত নেয়ার চেষ্টা করেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক। এবার ভারতীয় সীমিত ওভারের অধিনায়কের বায়োপিকের সমালোচনা করলেন ভারতের জাতীয় দলে ‘উপেক্ষিত’ গম্ভীর।

আগামী ৩০ সেপ্টেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে মহেন্দ্র সিং ধোনির বায়োপিক এমএস ধোনি: ‘দ্য আনটোল্ড স্টোরি’। অনেকেরই কৌতূহলের বিষয়, কী চমক আছে বোয়োপিকটিতে? তবে এটা দেখার কোনো আগ্রহই বোধ হয় নেই গম্ভীরের। কেকেআর অধিনায়ক মনে করেন, কোনো ক্রিকেটারের জীবনী এভাবে তুলে ধরার মানে নেই! তাদের চেয়ে আরো অনেক লোকই আছেন, যারা কিনা দেশের জন্য অনেক বেশি অবদান রাখছেন।

ধোনির বায়োপিকের সমালোচনায় গম্ভীর বলেন, ‘ক্রিকেটারদের নিয়ে বায়োপিক করার কোনো মানেই হয় না। এই দেশে (ভারত) এরকম অনেক মানুষ রয়েছেন, দেশের প্রতি যাদের অবদান ক্রিকেটারদের থেকেও বেশি। বরং তাদের নিয়েই বায়োপিক হওয়া উচিৎ।’

এনইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।