ফ্রি-কিকে ছয়ে মেসি, সেরা দশে নেই রোনালদো


প্রকাশিত: ০২:৩০ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০১৬

সম্প্রতি প্রকাশ পেলো ফিফা ১৭। ফিফার অফিসিয়াল এই গেম বেশ জনপ্রিয়। এই গেমের রেটিংয়ের উপর অনেক ফুটবলারের ট্রান্সফার ভাগ্য নির্ভর করে। আর সেই গেমে এবার বিশ্বসেরা ফ্রি-কিক নেওয়া ফুটবলারদের মধ্যে ছয়ে জায়গা পেয়েছেন লিওনেল মেসি। আর সেরা দশেও নেই ক্রিশ্চিয়ানো রোনালদোর নাম।

অথচ চ্যাম্পিয়নস লিগে সবশেষ ম্যাচে স্পোর্টিং লিসবনের বিপক্ষে রিয়াল মাদ্রিদের হয়ে ফ্রি-কিক থেকে জয়সূচক গোলটি করেছিলেন পর্তুগিজ সুপারস্টার। তবে গোল মিসের তালিকায়ও তিনি রয়েছেন তালিকার উপরের দিকে। যেকারণে   ফিফা ১৭-এর সেরা দশে জায়গা হয়নি রোনালদোর।

এদিকে ফ্রি-কিকের সেরা দশে আছেন ইতালির কিংবদন্তী আন্দ্রে পিরলো, ফ্রান্সের দিমিত্রি পায়েত, তুরস্কের মেহমট একিকি, বসনিয়া হারজেগভিনা মিডফিল্ডার মিরালেম জানিকরা।

এনইউ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।