‘আমি লিভারপুলের নেইমার হতে চাই’


প্রকাশিত: ০২:০২ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০১৬

দুজনই ব্রাজিলের খেলোয়াড়। একজন খেলছেন স্প্যানিশ জায়ান্ট ক্লাব বার্সেলোনায়। আরেক মাঠ মাতাচ্ছেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লিভারপুলের হয়ে। এছাড়া জাতীয় দলের হয়েও দুজন খেলেছেন একই সঙ্গে। বয়সও একই, ২৪ বছর। তারা হলেন- নেইমার দ্য সিলভা ও রবার্তো ফিরমিনো।

ব্রাজিল জাতীয় দলের এক নম্বর খেলোয়াড় নেইমার। বার্সেলোনায় লিওনেল মেসির পরেই প্রাধান্য পান তিনি। স্বদেশী নেইমারের মতোই নিজেকে উচ্চতায় ফিরমিনো। জানালেন, লিভারপুলের নেইমার হতে চান এই ব্রাজিলিয়ান।

ফিরমিনো বলেন, ‘লিভারপুল আমার স্বপ্নের ক্লাব। এখানে খেলতে পারার প্রস্তাব পাওয়ার পরই হ্যাঁ বলে দিয়েছিলাম, দ্বিতীয়বার আর ভাবিনি। এখানকার সবকিছুই উপভোগ করছি। লিভারপুরের নেইমার হতে চাই আমি।’

প্রসঙ্গত, গত মৌসুমে জার্মানি ক্লাব হোপেনহেইম ছেড়ে লিভারপুলে যোগ দেন ফিরমিনো। ২০১৫-১৬ মৌসুমে অল রেডসদের হয়ে ১১টি গোল করেছেন তিনি। চলতি মৌসুমে ৫ ম্যাচ খেলে গোল করেছেন ব্রাজিল জাতীয় দলের হয়ে ১১ ম্যাচ খেলা ফিরমিনো।

এনইউ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।