নিউজিল্যান্ডের বড় জয়


প্রকাশিত: ০৯:০৬ এএম, ৩১ জানুয়ারি ২০১৫

পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ৭ উইকেটের বড় জয় পেয়েছে নিউজিল্যান্ড। আর এ জয়ের ফলে সিরিজে ১-০ তে এগিয়ে গেল স্বাগতিকরা।

এর আগে টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নামা পাকিস্তান এদিন কিউই বোলারদের দাপুটে বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। তবে মাঝে দলের হাল ধরেন মিসবাহ-উল-হক। তিনি চতুর্থ উইকেট জুটিতে হারিস সোহেলের সঙ্গে ৪৯ রান যোগ করেন।

মিসবাহ ৫৮ রানে আউট হয়ে গেলে আবারো চাপে পড়ে দলটি। কিন্তু শেষ দিকে আফ্রিদি ২৯ বলে নয় চার ও তিন ছয়ে ৬৭ রান করলে দলের স্কোর দু’শ পার হয়।  ৪৫.৩ ওভারে ২১০ রানেই গুটিয়ে যায় সফরকারিদের ইনিংস।

স্বাগতিক বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নিয়েছেন ইলিয়ট। আর দুটি করে উইকেট নেন মিলস, বোল্ট ও অ্যান্ডারসন।

২১১ রানের জয়ের টার্গেটে খেলতে রস টেইলর ও গ্রান্ট ইলিয়ট ১২১ রানের পার্টনারশিপ গড়ে দলকে জয়ের বন্দরে নিয়ে যান। টেইলর ৫৯ ও ইলিয়ট ৬৪ রানে অপরাজিত থাকেন।

এমআর/আরআইপি



পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।