চট্টগ্রামে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার


প্রকাশিত: ০৬:১৭ এএম, ৩১ জানুয়ারি ২০১৫

চট্টগ্রাম বন্দরের কাছে বঙ্গোপসাগরের বর্হিনোঙ্গর থেকে প্রায় ৬৫ লাখ টাকা মূল্যের ইয়াবা উদ্ধার করেছে নৌবাহিনী।

উদ্ধারকৃত ইয়াবার সংখ্যা ৩০ হাজার পিস বলে নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। শনিবার ভোরে একটি ইঞ্জিন বোটে তল্লাশি চালিয়ে এই বিপুল সংখ্যক ইয়াবা উদ্ধার করা হয়।

চট্টগ্রাম নৌবাহনীর পক্ষ থেকে প্রেরিত এক সংক্ষিপ্ত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম নৌবাহিনীর চোরাচালানবিরোধী টাস্কফোর্সের সদস্যরা চট্টগ্রাম বন্দরের  বর্হিনোঙ্গরে একটি ইঞ্জিন বোটে অভিযান চালায়। এর আগে নৌবাহিনীর সদস্যদের আগমন টের পেয়ে ইঞ্জিনবোটের সব আরোহী পালিয়ে যায়। পরে ইঞ্জিন বোটের অভ্যন্তরে তল্লাশি চালিয়ে প্যাকেটে মোড়ানো ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ইয়াবার মূল্য প্রায় ৬৫ লাখ টাকা বলে নৌবাহিনীর মিডিয়া বিভাগ থেকে নিশ্চিত করা হয়েছে।

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।