র‌্যাংকিংয়ে পাঁচ ধাপ এগিয়েছে নেইমারের ব্রাজিল


প্রকাশিত: ১১:১৩ এএম, ১৫ সেপ্টেম্বর ২০১৬

চলতি মাসের শুরুর দিকে বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচেই জয় পেয়েছে ব্রাজিল। নেইমারে সওয়ার হওয়া সেলেকাওরা ইকুয়েডরকে উড়িয়ে দিয়েছে ৩-০ গোলে। পরের ম্যাচে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটি হারিয়েছে কলম্বিয়াকে, ২-১ ব্যবধানে।

এই দুটি জয় ব্রাজিলকে যেমন পূর্ণ ছয় পয়েন্ট এসে দিয়েছে বিশ্বকাপ বাছাইপর্বের পয়েন্ট টেবিলে, তেমনি ফিফা র্যাংকিংয়েও এগিয়ে দিয়েছে পাঁচ ধাপ। আজ বৃহস্পতিবার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটির প্রকাশিত র‌্যাংকিংয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে ব্রাজিল।

এদিকে, হামেস রদ্রিগেজের কলম্বিয়ার অবস্থানও চতুর্থ। তালিকার শীর্ষে রয়েছে লিওনেল মেসির আর্জেন্টিনা। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছে যথাক্রমে বেলজিয়াম ও জার্মানি।

এনইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।