রোনালদোরা পুরস্কার পেয়েছে : জিদান


প্রকাশিত: ১০:০৩ এএম, ১৫ সেপ্টেম্বর ২০১৬

স্পোর্টিং লিসবনকে বলে-কয়ে হারানোর ক্ষমতা আছে রিয়াল মাদ্রিদের, এ কথা অজানা নয় কারোরই। আর তুলনামূলক দুর্বল সেই ক্লাবটির কাছেই কিনা হারতে বসেছিল রিয়াল! শেষ মুহূর্তে (পাঁচ মিনিট) চ্যাম্পিয়নস লিগ চ্যাম্পিয়নরা ২-১ গোলে জয় পেয়েছে নাটকীয়ভাবে।

এমন কষ্টার্জিত জয়ে খুশি রিয়াল কোচ জিনেদিন জিদান। যেভাবেই খেলুক না কেন, শেষ পর্যন্ত জয়টাই মূল বিষয়। হারতে বসা ম্যাচটিতে হাল ছাড়েননি বোলালদো-রামোসরা। এর জন্য পুরস্কারও (জয়) পেয়েছেন রিয়ালের খেলোয়াড়রা। এমনটাই মনে করেন ফরাসি এই কোচ।

ম্যাচ শেষে স্বস্তির ঢেকুর তোলা রিয়াল বস জিদান বলেন, ‌‘এই জয়ে আমি খুশি। আমরা শেষ পর্যন্ত লড়াই অব্যাহত রেখেছি। কখনো হাল ছাড়েনি ছেলেরা। বেশ চেষ্টা করেছে। তারা পুরস্কারটাও পেয়ে গেছে হাতেহাতে। এটাই রিয়াল মাদ্রিদ। আমরা জানি, কীভাবে এক মিনিটে ম্যাচে ঘুরে দাঁড়াতে হয়!’

জয় নিয়ে মাঠ ছাড়লেও রিয়াল যে তাদের আসর চেহারাটা প্রদর্শন করতে পারেনি, এটা বলা বাহুল্য। আগামীতে ভুলগুলো শুধরে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন জিদান। বলেন, ‘সব মিলে এটা নিখুঁত ম্যাচ ছিল না। এখানে গুরুত্বপূর্ণ ছিল জয় পাওয়া। পরে আমরা বিষয়গুলো পর্যালোচনা করে দেখব।’

এনইউ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।