আগুয়েরোর হ্যাটট্রিকে ম্যানসিটির দুর্দান্ত জয়


প্রকাশিত: ১০:১৩ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০১৬

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। বরুশিয়া মনশেনগ্লাডবাখের বিপক্ষে ৪-০ গোলের জয় তুলে নিয়েছে তারা। দলের হয়ে তিনটি গোলই করেছেন আর্জেন্টাইন তারকা সার্জিও আগুয়েরো।

বুধবার রাত পৌনে ১টায় ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়। আর্জেন্টাইন তারকা ফুটবলার সার্জিও আগুয়েরো এই ম্যাচে হ্যাটট্রিক পূরণ করেন।

ম্যাচ শুরুর আট মিনিটের মাথায় স্বাগতিক সিটিজেনদের হয়ে গোল করেন আগুয়েরো। কোলারভের অ্যাসিস্ট থেকে প্রথম গোলটি করেন আর্জেন্টাইন এই তারকা। স্বাগতিক হিসেবে খেলতে নেমে পেপ গার্দিওলার শিষ্যরা ম্যাচের শুরু থেকেই বরুশিয়াকে চাপে রাখে।

 

aguara
 
২৮ মিনিটের মাথায় পেনাল্টির সুযোগ থেকে নিজের ও দলের দ্বিতীয় গোলটি করেন তিনি। প্রথমার্ধে আগুয়েরোর জোড়া গোলের সুবাদে ২-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় গার্দিওলার শিষ্যরা।
 
এরপর আগুয়েরোর সঙ্গে ডি ব্রুইন, স্টারলিংরা অতিথিদের ডি-বক্সে আক্রমণের পসরা সাজালেও কোনো স্কোর গড়তে পারেননি। ৭৭ মিনিটে তৃতীয় গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন আগুয়েরো।
 
দ্বিতীয়ার্ধে যোগ করা অতিরিক্ত সময়ে গোল করেন ইহেনাচো (৪-০)। বদলি খেলোয়াড় লিরয়ের অ্যাসিস্ট থেকে দলের চতুর্থ গোলটি করেন তিনি। ম্যাচ শেষ হলে তিন পয়েন্ট অর্জন করে ম্যানচেস্টার সিটি মাঠ ছাড়ে।


এএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।