মেসিকে জিজ্ঞাসা করলে আমার নামই বলবে : আলভেজ


প্রকাশিত: ০১:০৯ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০১৬

২০০৮ সালে পেপ গার্দিওলার প্রথম মৌসুমে সেভিয়া ছেড়ে বার্সায় যোগ দিয়েছিলেন দানি আলভেজ। কাতালান ক্লাবটির হয়ে খেলেছেন ২৪৭টি ম্যাচ। রক্ষকভাগের দায়িত্ব সামলানোর পাশাপাশি ১৪টি গোলও করেছেন তিনি। বার্সায় সব মিলিয়ে আট বছরে ২৩টি শিরোপা জিতেছেন এই ব্রাজিলিয়ান।

দানি আলভেজকে বার্সেলোনার ফুটবল ভক্তরা মনে রাখবেন বেশ কিছু কারণে। মাঠে অদ্ভুত দর্শন সব নাচ, বর্ণবাদের প্রতিবাদ করতে মাঠে ছুড়ে ফেলা কলা খেয়ে নেওয়া, সব সময় হাসিখুশি মনোভাব ইত্যাদি। তবে আরকেটি বিশেষ কারণে আলভেজকে মনে রাখবেন তারা। কী সেই বিশেষ কারণ?

তা হলো—লিওনেল মেসি! বার্সেলোনাতে ক্যারিয়ারে যতগুলো গোল করেছেন আর্জেন্টাইন সুপারস্টার, তাতে সবচেয়ে বেশি অবদান যে আলভেজেরই। জাভি, আন্দ্রেস ইনিয়েস্তাদের (৩৩টি করে অ্যাসিস্ট) পেছনে ফেলে মেসির ‘সহযোগী’দের তালিকায় সবার ওপরে আছেন ৩৩ বছর বয়সী রাইট-ব্যাক, সহায়তা করেছেন ৪২টি গোলে।

বার্সেলোনার হয়ে খেলার সময় ডান পাশে তাকালে এই শূন্যতাটা নিশ্চয়ই পোড়াচ্ছে মেসিকে! সেকারণেই হয়তো গত বছর আলভেজ সম্পর্কে মেসি বলেছিলেন, ‘দানি (আলভেজ) বিশ্বসেরা রাইট-ব্যাক। আজকাল তার মতো খেলোয়াড় খুঁজে পাওয়া কঠিন।’

মেসিকে বরাবরই বিশ্বসেরা ফুটবলার বলে আসছেন আলভেজ। সে কথা আরো বললেন বার্সা ছেড়ে জুভেন্টাসে পাড়ি জমানো ব্রাজিলিয়ান রাইট-ব্যাক। সঙ্গে জানালেন, মেসিও তাকে মনে রাখবেন! আলভেজের ভাষায়, ‘যখন আমরা অবসর যাবো, তখন লোকজন জিজ্ঞাসা করবে সে কে? বলবো- লিওনেল মেসি। আর মেসিকে যখন জিজ্ঞাসা করবে কে তোমাকে বেশি পাস দিয়েছে? মেসি বলবে, দানি (আলভেজ)। হ্যাঁ, আমার নামটাই তখন উচ্চারিত হবে, লোকজন তা পছন্দ করুক আর না-ই করুক।’

এনইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।