রিয়ালের বিবিসি নাকি বার্সার এমএসএন


প্রকাশিত: ০৩:১২ এএম, ৩১ জানুয়ারি ২০১৫

বেল, বেনজেমা ও রোনালদোকে নিয়ে রিয়ালের বিবিসি আর মেসি, সুয়ারেজ ও নেইমারকে নিয়ে  বার্সেলোনার এমএসএন। এখন প্রশ্ন হল, রিয়ালের বিবিসি বেশি ভয়ংকর নাকি বার্সার এমএসএন?

নানান জন নানান মত দিলেও অ্যাটলেটিকো মাদ্রিদের কোচ ডিয়েগো সিমিওনের কিন্তু নির্ভার। এ সম্পর্কে তিনি বলছেন,আমি রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা- দুদলের বিপক্ষেই খেলেছি। সেখান থেকেই বলছি,আপনি রোনালদোকে বার্সার মেসির সঙ্গে তুলনা করতে পারেন না। আমার মতে মেসি একাই রোনালদো,বেনজেমা ও বেলের থেকে বেশি ভয়ংকর।

তিনি আরও বলেন বার্সেলোনার খেলার আরও উন্নতি করতে মেসিকে ডানপাশে খেলানো উচিত। তাহলে মেসি আরও বেশি কার্যকর ভূমিকা রাখতে পারবে।    

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।