হাজারিবাগে মাছের বিষাক্ত খাবার জব্দ


প্রকাশিত: ০২:২৭ এএম, ৩১ জানুয়ারি ২০১৫

রাজধানীর হাজারীবাগ বেড়িবাধ এলাকায় একটি অবৈধ ফিড কারখানায় বিষাক্ত বর্জ্য দিয়ে তৈরি মুরগী ও মাছের ৫০ হাজার কেজি খাবার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। বিষাক্ত বর্জ্য দিয়ে খাবার তৈরির সাথে জড়িত অভিযোগে দু’জনকে তাৎক্ষনিকভাবে দন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার দুপুর সাড়ে ১২ টায় হাজারীবাগের ঝাউচরে পুতুল এন্টার প্রাইজ নামক অবৈধ ওই ফিড কারখানায় অভিযান চালায় র‌্যাব-২।

অভিযান পরিচালনা করেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম আনোয়ার পাশা। কারখানা সিলগালা করে ব্যবস্থা গ্রহণের জন্য প্রাণিসম্পদ অধিদপ্তরকে নির্দেশ দিয়েছে আদালত।

দন্ডপ্রাপ্তরা হলেন, অবৈধ ওই ফিড কারখানার মালিক মো. আবুল কালাম (৫১)। তাঁকে ২ বৎসরের কারাদন্ড, ২ লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদন্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।

অপর তিনজন হলেন মোঃ আবদুল জলিল(২০), মোঃ হাসান শেখ (২১) ও মোঃ ফারুক হাওলাদার (৫৫)। তাদের তিনজনকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা, জরিমানা অনাদায়ে ১ মাসের কারাদন্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।

র‌্যাব-২ এর অভিযান পরিচালনা করেন উপ-পরিচালক ডঃ মোঃ দিদারুল আলম। তিনি জানান, হাজারীবাগ বেড়িবাধ সংলগ্ন ওই এলাকার অন্য কোন কারখানা যাতে ট্যানারীর বিষাক্ত বর্জ্য দিয়ে ফিড তৈরী করতে না পারে সে বিষয়ে র‌্যাব-২ তৎপর থাকবে। এসময় উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রতিনিধি ডাঃ মোঃ লুৎফর রহমান।

জেইউ/এআরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।