নিজ গ্রামে মোস্তাফিজের ঈদ উদযাপন


প্রকাশিত: ০৭:০৪ এএম, ১৩ সেপ্টেম্বর ২০১৬

পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে নিজ গ্রাম সাতক্ষীরার কালিগজ্ঞ উপজেলার তেঁতুলিয়ায় ঈদ উদযাপন করলেন কাটার মাস্টার মোস্তাফিজ। মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় নিজ বাড়ীর পাশে ঈদগাহ মাঠে নামাজ আদায় করেন মোস্তাফিজ। নামাজ শেষে আত্মীয় স্বজন-বন্ধু-বান্ধবদের সঙ্গে ঈদের কোলাকুলি ও কুশল বিনিময় করে দুই লাখ বিশ হাজার টাকার গরু কোরবানী দিয়েছেন বাংলাদেশের এই বিস্ময় বালক।  

জাগো নিউজের মাধ্যমে সকল ভক্ত, সতীর্থ ক্রিকেটারসহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে মোস্তাফিজ বলেন, পরিবার ও এলাকাবাসীর সাথে ঈদের সময়টা কাঁটাতে পেরে আমার খুব ভালো লাগছে। তাছাড়া এ বছর গরু কোরবানী দিয়েছি। সকল ভক্ত, সতীর্থ ক্রিকেটার, সকল শ্রেণী পেশার মানুষ ও দেশবাসীকে জানায় ঈদ মোবারক। আমার জন্য দোয়া করবেন।`

মোস্তাফিজের বাবা আলহাজ আবুল কাশেম গাজী জাগো নিউজকে জানান, `মোস্তাফিজের ইচ্ছা অনুযায়ী গরু এবার কোরবানী দেওয়া হলো। পরিবারের সবাইকে নিয়ে একসাথে ঈদের সময়টা কাঁটাতে পেরে খুব ভালো লাগছে। কোরবানীর গরুর মাংস যা হবে অসহায় দুস্থ ও এলাকার গরীবদের মাঝে বিলিয়ে দেওয়া হবে।`  

এদিকে ` মোস্তাফিজের ঘনিষ্ঠবন্ধু হাফিজুর রহমান হাফিজ জানান, বিকালে আমার বাড়ীতে যাওয়ার কথা রয়েছে মোস্তাফিজের। আর কোথাও যাওয়ার কোন পরিকল্পনা নেই।`

স্থানীয় সোহাগ হোসেন বলেন, `এক সাথে ঈদের নামাজ আদায় করলাম। আমাদের ছেলেটি আজ অনেক বড় হয়েছে। খেলার মধ্য দিয়ে দেশের সুনাম বয়ে আনছে। আমরা চাই সেই আরো বড় হোক দেশের মুখ উজ্জল করুক।`  



আকরামুল ইসলাম/এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।