বাংলাদেশে না গিয়ে মরগান বড় ভুল করলো : ভন


প্রকাশিত: ০৯:৫৩ এএম, ১২ সেপ্টেম্বর ২০১৬

গুলশান হামলার পরপরই চোখ কপালে উঠেছিল ইয়ান মরগানের! সেই চোখ আর নিচে নামেনি, আছে উর্ধ্বমুখীই। শুরু থেকেই নিরপেক্ষ ভেন্যুর দাবি করে আসছিলেন তিনি। সে দাবি থেকেও সরে আসতে পারেননি। সব শেষ খরব, বাংলাদেশ সফরে আসছেন না ইংল্যান্ডের সীমিত ওভারের অধিনায়ক। এই সফরে না আসায় মরগান বড়সড় ভুল করলেন বলে মনে করেন মাইকেল ভন।

যেখানে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেবেন মরগান, সেখানে দলছুটই হলেন তিনি। এটা দলের খেলোয়াড়দের ওপর কিছুটা হলেও প্রভাব ফেলবে! অ্যালেক্স হেলসও যেমন বাংলাদেশ সফরে আসতে অসম্মতি জ্ঞাপন করলেন। তবে বাকিটা আসছেন, এটা একপ্রকার নিশ্চিতই বলা চলে।

মরগানের কাণ্ডে হতাশ ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন। বলেন, ‘একজন দক্ষ নেতা কখনো যেটা নিজে করেন না সেটা তার সতীর্থদের করতে বলতে পারেন না। এজন্য মরগান অনেক বড় ভুল করেছে। যদিও ক্রিকেটাররা সংবাদ সম্মেলনে তাকে সমর্থন দেবে। কিন্তু তাদের মনে অবশ্যই এটা থাকবে কঠিন সময়ে সে (মরগান) দলের সঙ্গে ছিল না।’
 
এছাড়া মরগানের নেতৃত্বের গুণ নিয়েও প্রশ্ন তোলেন ভন। বলেন, ‘আপনি (নেতা হিসেবে) আপনার দলকে ভালো করার জন্য শক্তি যোগাবেন।  আমি বুঝতে পারছি না সে (মরগান) কীভাবে সতীর্থদের চোখে চোখ রেখে ভবিষ্যতে তাদের কাজ করতে বলবে।’

এনইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।