হোঁচট খেলো চেলসি


প্রকাশিত: ০৯:২৫ এএম, ১২ সেপ্টেম্বর ২০১৬

চলতি মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে টানা তিন ম্যাচে জয় তুলে নিয়েছিল চেলসি। অ্যান্তোনিও কন্তের অধীনে থাকা দলটি প্রথমবারের মতো হোঁচট খেলো সোয়ানসি সিটির কাছে। ম্যাচটি শেষ হয়েছে ২-২ গোলের ব্যবধানে ড্রয়ে।

প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরুটা অবশ্য ভালোই ছিল চেলসির। খেলার ১৮ মিনিটের মাথায় দিয়েগো কস্তার গোলে এগিয়ে যায় তারা। সোয়ানসি সমতায় ফেরে ৫৯ মিনিটে, সিগারোসনের লক্ষ্যভেদে।

এর ঠিক ৩ মিনিটের ব্যবধানে স্বাগতিক সোয়ানসিই এগিয়ে ছিল লেরয় ফারের গোলে। তবে হারের লজ্জা থেকে চেলসিকে বাঁচিয়ে দেন ওই কস্তাই। ৮১ মিনিটে সোয়ানসির জাল কাঁপান ব্রাজিলিয়ান বংশোদ্ভূত স্পেনের এই স্ট্রাইকার।

সোয়ানসি সিটির সঙ্গে ড্র করায় পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠা হলো না চেলসির! ৪ ম্যাচ শেষে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে পড়ে থাকতে হলো তাদের। সমসংখ্যক ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তালিকায় সবার ওপরে ম্যানচেস্টার সিটি। ৯ পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের অবস্থান তৃতীয়।

এনইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।