ইউএস ওপেন শিরোপা ওয়ারিঙ্কার


প্রকাশিত: ০৫:২৪ এএম, ১২ সেপ্টেম্বর ২০১৬

নোভাক জোকোভিচকে হারিয়ে প্রথমবারের মতো ইউএস ওপেনের শিরোপা জিতলেন সুইজারল্যান্ডের স্তানিস্লাস ওয়ারিঙ্কা। তিনটি গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠে তিনটিতেই শিরোপা জিতেলেন ওয়ারিঙ্কা। এর আগে অস্ট্রেলিয়ান ও ফরাসি ওপেন জিতেছিলেন ৩১ বছর বয়সী এই খেলোয়াড়।

us-open

নিউ ইয়র্কে রোববারের ফাইনালে বিশ্বের এক নম্বর খেলোয়াড় জোকোভিচকে ৬-৭, ৬-৪, ৭-৫, ৬-৩ গেমে হারান তৃতীয় বাছাই ওয়ারিঙ্কা।

জয়ের পর ওয়ারিঙ্কা বলেন, `আমার কখনও একটি গ্র্যান্ড স্ল্যাম জেতা লক্ষ্য ছিল না। আমার লক্ষ্য হলো, আমার সর্বোচ্চ যতটা পারি তা দেওয়া। নআমি কেবল আমার সেরাটা দিতে চেষ্টা করছি।`



এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।