মরগানের সিদ্ধান্তে হতাশ ইসিবি


প্রকাশিত: ০৪:৩৩ এএম, ১২ সেপ্টেম্বর ২০১৬

শেষ পর্যন্ত নিজ সিদ্ধান্তে অটল থেকে বাংলাদেশ সফরে আসছেন না ইংল্যান্ডের সীমিত ওভারের অধিনায়ক মরগান। মরগানের পাশাপাশি সফর থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ওপেনার অ্যালেক্স হেলস। আর এই দুই জনের এমন সিদ্ধান্তে হতাশ ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।  

এ নিয়ে ইসিবির পরিচালক ও প্রাক্তন অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস বলেন, `দুই সিনিয়ার ক্রিকেটারের সিদ্ধান্তে আমরা হতাশ। আমরা প্রত্যেক খেলোয়াড়ের সঙ্গে নিরাপত্তা নিয়ে খোলাখুলি আলোচনা করেছি। এ মুহূর্তে সিরিজ থেকে কেউ সরে দাড়াতে পারে সেটা অনুমান করতে পারিনি।`

বাংলাদেশ সফর শতভাগ নিরাপদ মনে করে স্ট্রাউস আরও বলেন, `ইংল্যান্ড ক্রিকেট দলের বিদেশে সফর মানেই কঠোর নিরাপত্তা। আমরা ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে কখনোই ছাড় দেই না। আমরা বাংলাদেশের পরিস্থিতি এখনও মনিটর করছি। আর নিরাপত্তা প্রতিনিধি প্রধান রেগ ডিকাসন যেই নিরাপত্তা পরিকল্পনা পেয়েছেন তাতে শতভাগ সন্তুষ্ট ইসিবি।`  

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।