টঙ্গীর দুর্ঘটনায় মুশফিকের সমবেদনা


প্রকাশিত: ০৩:২৯ এএম, ১২ সেপ্টেম্বর ২০১৬

টঙ্গীর বিসিক শিল্পনগরীতে অবস্থিত ট্যাম্পাকো অ্যালুমিনিয়াম ফয়েল প্যাকেজিং কারখানায় শনিবার সকালে আগুন লেগে নিহত হয়েছেন ২৯জন। পবিত্র ঈদুল আজহার আগে এমন দুর্ঘটনায় গোটা জাতি শোকে স্তব্ধ। এমন মর্মান্তিক ঘটনা নাড়া দিয়েছে দেশের ক্রিকেটাঙ্গনেও। বাংলাদেশের টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

নিজের ফেসবুক পেইজে মুশফিক তার স্ট্যাটাসে লিখেছেন, ‘গাজীপুরের টঙ্গিতে টাম্পাকো কারখানায় গতকাল শনিবার সকালে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ নিয়ে এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ জনে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাদের জান্নাতুল ফিরদাউস নসিব করুন এবং তাদের পরিবারকে মৃত্যুর ক্ষতি ও শোক কাটিয়ে ওঠার সামর্থ দান করুন। আমীন।’

mush

উল্লেখ্য, গত শনিবার ভোর ৬টার দিকে ভয়াবহ আগুন লাগে প্যাকেজিং কারখানা টাম্পাকোতে। এ সময় পাঁচ তলা ভবনটি ধসে পড়ে। আগুণ নিয়ন্ত্রণ আনতে লেগে যায় ২৯ ঘণ্টা।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।