বাংলাদেশ সফরে ইংল্যান্ডের সম্ভাব্য দল


প্রকাশিত: ০৩:১২ এএম, ১২ সেপ্টেম্বর ২০১৬

গুলশান ও শোলাকিয়া হামলার পর বাংলাদেশ সফর নিয়ে শঙ্কায় ছিল ইসিবি। আপাতত সেই শঙ্কা কেটে গেছে। ঠিক সময়ই (৩০ সেপ্টেম্বর) বাংলাদেশ সফরে আসছে ইংলিশরা। এদিকে এই সফরে ইংল্যান্ডের সব ক্রিকেটার ইতিবাচক সিদ্ধান্ত জানালেও ইংল্যান্ডের সংক্ষিপ্ত ফরমেটের অধিনায়ক ইয়ন মরগান বাংলাদেশে আসতে অনীহা প্রকাশ করেছেন।

এই সফরে দুইটি টেস্টের পাশাপাশি তিনটি একদিনের ম্যাচ খেলবে ইংল্যান্ড। একদিনের ম্যাচ দিয়েই ইংল্যান্ডের এই সফর শুরু হবে। ৭ ও ৯ অক্টোবর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রথম দুইটি একদিনের ম্যাচ। তৃতীয় ও শেষ একদিনের ম্যাচটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১২ অক্টোবর। একই মাঠে হবে সিরিজের প্রথম টেস্ট ২০ অক্টোবর থেকে। এরপর ঢাকায় ফিরে সিরিজের শেষ টেস্টটি শুরু হবে ২৮ অক্টোবর।

আগামী ১৬ সেপ্টেম্বর বাংলাদেশ সফরের জন্য টেস্ট ও একদিনের দল ঘোষণা করবে ইসিবি। তবে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল ইতোমধ্যে এই সফরে ইংল্যান্ড দল কেমন হতে যাচ্ছে তার একটা ধারণা দিয়েছে।

বাংলাদেশ সফরে ইংল্যান্ডের সম্ভাব্য দল:

ওয়ানডে দল: জস বাটলার (অধিনায়ক ও উইকেটরক্ষক), জেসন রয়, জো রুট, জনি বেয়ারস্টো, মঈন আলী, বেন স্টোকস, স্যাম বিলিংস, লিয়াম ডসন, আদিল রশিদ, ক্রিস ওকস, ডেভিড উইলি, মার্ক উড, লিয়াম প্লাঙ্কেট, ক্রিস জর্ডান ও বেন ডাকেট।

টেস্ট দল: অ্যালিস্টার কুক (অধিনায়ক), হাসিব হামিদ, জো রুট, গ্যারি ব্যালেন্স, জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), বেন স্টোকস, মঈন আলী, ক্রিস ওকস, আদিল রশিদ, স্টুয়ার্ট ব্রড, জেমস অ্যান্ডারসন, মার্ক উড, জস বাটলার (অথবা ফোয়াকস), লিয়াম ডসন ও বেন ডাকেট।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।