দিলশানের ম্যাচে ম্যাক্সওয়েলের রেকর্ড


প্রকাশিত: ০৪:০৭ এএম, ১০ সেপ্টেম্বর ২০১৬

দিলশানের বিদায়ী ম্যাচের সব আলো নিজের করে নিলেন অস্ট্রেলিয়ার বিধ্বংসী ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েল। প্রথম টি-টোয়েন্টির মত দ্বিতীয় ম্যাচেও ঝড় তুলে অস্ট্রেলিয়ার দ্রুততম অর্ধশতকের রেকর্ডটি নিজের করে নেন এই ব্যাটসম্যান।  

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিকদের দেওয়া ১২৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে গত ম্যাচের সেঞ্চুরিয়ান ওপেনার গ্লেন ম্যাক্সওয়েল এ ম্যাচেও ব্যাটে ঝড় তোলেন। এক সময়ে ম্যাক্সওয়েলের স্কোর ছিল ১৪ বলে ৩০ রান। কিন্তু টানা দুটি ছক্কা ও দুটি চারে ১৮ বলে অর্ধশতক করেন ম্যাক্সওয়েল। শেষ পর্যন্ত ২৯ বলে ৭টি চার ও ৪টি ছক্কায় ৬৬ রান করে ফিরেন ম্যাক্সওয়েল।

তবে টি-টোয়েন্টিতে দ্রুততম অর্ধশতকের রেকর্ড ভারতের যুবরাজ সিংয়ের অধিকারে। ২০০৭ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ১২ বলে অর্ধশতক করেন তিনি।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।