সরফরাজকে কৃতিত্ব দিলেন ম্যাচসেরা ওয়াহাব


প্রকাশিত: ১২:২৬ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০১৬

ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে প্রথম চার ম্যাচে হেরে যায় পাকিস্তান। শেষটা অবশ্য ভালো ছিল তাদের। সিরিজের পঞ্চম ম্যাচে তিনশোর্ধ্ব রান তাড়া করেও জয় পায় আজহার আলীর দল। এরপর টি-২০ সিরিজের শুরুটা ভালোই হয়েছে তাদের। প্রথম টি-টোয়েন্টিতে ইংলিশদের ৯ উইকেটে পরাজিত করেছে পাকিস্তান।

৪ ওভারে ১৮ রান খরচায় ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন ওয়াহাব রিয়াজ। ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে অনুষ্ঠিত ম্যাচটিতে দুর্দান্ত ওই জয়ের জন্য অধিনায়ক সরফরাজ আহমেদকে কৃতিত্ব দিলেন তিনি। বলেন, ‘এখানকার উইকেট খুব ধীর গতির। ব্যাটসম্যানদের পরাস্ত করতে স্লোয়ার ও ইয়র্কার দিতে হয়েছে। এই ম্যাচ নিয়ে বেশ সতর্ক ছিল সরফরাজ। সবাই নিজেদের উজাড় করে দিয়েছে।’

এদিকে, ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে পরিকল্পনাগুলো বাস্তবে রূপ দিতে পেরে খুশি সফররাজ আহমেদও। বলেন, ‘আমরা শর্ট ও স্লোয়ার বল দেয়ার পরিকল্পনা করেছিলাম। সেগুলো মাঠে বাস্তবায়ন করতে পেরেছি। আমরা পজিটিভ ক্রিকেট খেলেছি।`

এনইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।