মাথায় বলের আঘাতে হাসপাতালে প্রজ্ঞান ওঝা


প্রকাশিত: ০৪:০০ পিএম, ০৭ সেপ্টেম্বর ২০১৬

আজ বুধবার গ্রেটার নয়ডায় দিলীপ ট্রফিতে ইন্ডিয়া ব্লু ও ইন্ডিয়া গ্রিন ম্যাচে ফিল্ডিং করার সময় মাথায় পেছনের দিকে বল লাগে প্রজ্ঞান ওঝার। এরপর দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ভারতীয় মিডিয়া জানিয়েছে, আঘাত গুরুতর নয়। কিন্তু মাথার পেছনের দিকে বল লাগায় আশঙ্কা থেকেই যায়। হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ভয়ের কোনো কারণ নেই!

দলীপ ট্রফিতে ইন্ডিয়া গ্রিনের প্রতিনিধিত্ব করছেন ভারতের বাঁ-হাতি স্পিনার। এদিন ফিল্ডিং করার সময় পঙ্কজ সিংয়ের শট ওঝার মাথার পিছনের দিকে লাগে। দ্রুত মাঠের পাশে থাকা অ্যাম্বুলেন্সে করে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই সিটি স্ক্যান হয় ভারতীয় এই তারকা স্পিনারের।

এনইউ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।