রাতেই ঢাকা ছাড়লেন ওয়ালশ


প্রকাশিত: ০৫:২১ এএম, ০৭ সেপ্টেম্বর ২০১৬

ঈদুল আজহা উপলক্ষে ১১ দিনের ছুটিতে যাচ্ছেন মাশরাফি-সাকিবরা। তাই এ সময় আপাতত কোন কাজ থাকছে না বাংলাদেশ ক্রিকেট দলের কোচের। সুতরাং তিনদিন আগে ঢাকায় আসলেও ক্রিকেটারদের লম্বা ছুটির ফাঁকে দেশে ফিরে গেছেন যাচ্ছেন সদ্য নিযুক্ত বাংলাদেশ দলের বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। মঙ্গলবার রাত ২.৩০ মিনিটে তিনি দেশের উদ্দেশ্যে রওনা দেন।

ওয়ালশের দেশে ফেরা প্রসঙ্গে সাব্বির বলেন, ‘বুধবার দেশে ফিরে কথা থাকলেও মঙ্গলবার রাতের ফ্লাইটেই দেশে ফিরে গেছেন কোর্টনি। ছুটি শেষে আগামী ১৭ সেপ্টেম্বর ঢাকায় ফিরবেন তিনি।‘

গত রোববার ঢাকায় পা রাখেন ওয়ালশ। এরপর সোমবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ক্রিকেটারদের সঙ্গে পরিচিত হন তিনি। সেখানে পেসারদের বোলিংও দেখেন। তবে আনুষ্ঠানিকভাবে এখনও মাশরাফি-রুবেলদের নিয়ে কোচিং শুরু করেননি তিনি। মঙ্গলবার বাংলাদেশ দলের প্রস্তুতি ম্যাচ থাকায় খেলা দেখেই সময় কাটান এ ক্যরিবীয় কিংবদন্তী।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।