নিজের চুলের রহস্য ফাঁস করলেন মেসি


প্রকাশিত: ০৫:৫২ এএম, ০৬ সেপ্টেম্বর ২০১৬

অবসর ভেঙে গোল করে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে দলকে এনে দিয়েছেন মেসি। তবে ইনজুরির কারণে দ্বিতীয় ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে অনিশ্চিত পাঁচ বারের বর্ষসেরা এই খেলোয়াড়। তবে মাঠে না নামলেও জানালেন নিজের কালো চুলকে রাঙিয়ে বাদামি করে ফেলার রহস্য।

স্বদেশি অভিনেতা মিঙ্গোকে দেয়া এক সাক্ষাতকারে মেসি বলেন, ‘একটি বিশেষ কঠিন দিনে আমি আমার চুলের রং পরিবর্তন করি। আমি শূন্য থেকে শুরু করতে চেয়েছিলান আর তাই চুলের রং পরিবর্তণ করে সেটা শুরু করি। আমি ব্যর্থতা ভুলে গিয়ে একটি বিরতি দিয়ে পুনরায় নতুন করে শুরু করার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমি যা ভেবেছিলাম তাই করেছিলাম। আর এ জন্যই এমন পরিবর্তন।’

এর আগে যুক্তরাষ্ট্রে কোপা আমেরিকা টুর্নামেন্ট শুরুর আগে থেকে অনেকটা অবচেতনভাবেই দাড়ি রাখা শুরু করেন লিওনেল মেসি। দেখতে সুন্দর লাগছে বলে সতীর্থদের মন্তব্যের পর আর দাড়ি কাটেননি তিনি।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।