বড় জয়েই শেষ করলো বাংলাদেশের মেয়েরা


প্রকাশিত: ০৭:১৫ এএম, ০৫ সেপ্টেম্বর ২০১৬

আগের ম্যাচে চীনা তাইপেকে ৪-২ গোলে হারিয়ে এএফসি চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বের টিকিট নিশ্চিত করেছিল বাংলাদেশের মেয়েরা। আজ সোমবার দুপুরে নিজেদের শেষ ম্যাচেও আশানুরূপ ফল পেয়েছে তারা। ‘চাপমুক্ত’ ম্যাচটিতে আরব আমিরাতকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছেন কৃষ্ণা-সানজিদারা। আর তাতে বড় জয় দিয়েই এএফসি চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের খেলা শেষ করলো বাংলাদেশের মেয়েরা।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গড়ানো ম্যাচটির তৃতীয় মিনিটের মাথায় অধিনায়ক কৃষ্ণা রানীর লক্ষ্যভেদে লিড পায় বাংলাদেশ।
৩৬তম মিনিটে গোল ব্যবধান দ্বিগুণ করতে পারতো শামসুন্নাহার। পেনাল্টি থেকে গোল আদায় করে নিতে ব্যর্থ হয়েছে বাংলাদেশের এই তারকা। তাই এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে সফরকারী আমিরাতের জালে আরো তিনবার বল জড়িয়েছে বাংলাদেশের মেয়েরা। ৫১ মিনিটে বাংলাদেশের গোল ব্যবধান ২-০তে পরিণত তরে কৃষ্ণা রানী। সানজিদার পাস ধরে আমিরাতের জাল কাঁপায় অধিনায়ক। বাংলাদেশের পক্ষে তৃতীয় ও চতুর্থ গোলটি করেছে যথাক্রমে আনুচিং মগিনী ও তহুরা খাতুন।

এনইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।