জাতীয় দল থেকে অবসরের ঘোষণা মামুনুলের


প্রকাশিত: ০৫:৫৫ এএম, ০৫ সেপ্টেম্বর ২০১৬

আজ সোমবার দুপুরে ভুটানের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে ২৩ সদস্যের ফুটবল দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সেই দলে জায়গা হয়নি নিয়মিত অধিনায়ক মামুনুল ইসলামের। তাই জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি।

দল ঘোষণার পরপরই বাফুফেতে অনানুষ্ঠানিকভাবে অবসরে যাওয়ার কথা জানিয়েছেন মামুনুল। এছাড়া পদত্যাগপত্র জমা দেওয়ার কথাও জানিয়েছেন তারকা এই মিডফিল্ডার। মামুনুল জানান, ইনজুরির কারণে দল থেকে বাদ পড়ায় তিনি অবসরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন!

এদিকে বাফুফের ঘোষিত সেই স্কোয়াডে জায়গা হয়নি তিন অভিজ্ঞ ফুটবলার, নাসির হোসেন, ওয়ালী ফয়সাল ও ইয়ামিন মুন্না। আগামীকাল (মঙ্গলবার) ভুটানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ।

এনইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।