শেষ ম্যাচ জিতে মান বাঁচাল পাকিস্তান


প্রকাশিত: ০৮:০৩ পিএম, ০৪ সেপ্টেম্বর ২০১৬

আগের চার ম্যাচে গো হারা হেরেছিল পাকিস্তান। কার্ডিফে স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে নিজেদের মান বাঁচানোর লক্ষ্যে। শেষ পর্যন্ত স্বাগতিক ইংল্যান্ডের দেয়া ৩০৩ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ১০ বল হাতে রেখেই ৪ উইকেটে জয় তুলে নেয় আজহার আলির দল।

শোয়েব মালিক আর সরফরাজ আহমেদের অনবদ্য ব্যাটিংয়ের ওপর ভর করেই এই জয়টা এলো পাকিস্তানের। সামি আসলামের পরিবর্তে শোয়েব মালিককে দলে নিয়ে ভালো ফল পেলো টিম পাকিস্তান।

৩০৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শারজিল খানকে হারিয়ে শুরুতেই বিপদে পড়ে পাকিস্তান। এরপর আজহার আলি আর বাবর আজম মাঝারি মানের একটি জুটি গড়ে বিচ্ছিন্ন হন। ৭৬ রানে মাথায় ৩১ রান করে আউট হন বাবর আজম। এর এক রান পরই ফিরে যান আজহার আলি।

চতুর্থ উইকেট জুটিতেই শোয়েব মালিক আর সরফরাজ আহমেদ জুটি গড়েন। দলকে নিয়ে যান ২৪০ রান পর্যন্ত। গড়েন ১৬৩ রানের জুটি। ৭৭ রান করেন শোয়েব মালিক এবং সরফরাজ করেন ৯০ রান। বাকি কাজ মোহাম্মদ রিজওয়ান (৩৪) আর ইমাদ ওয়াসিম (১৬) মিলে শেষ করে দেন। শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ৪৮.২ বলে ৩০৪ রান করে পাকিস্তান।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ৩০২ রান করে ইংল্যান্ড। ৮৭ রান করেন জ্যাসন রয় এবং ৭৫ রান করেন বেন স্টোকস।

আইএইচএস/এআরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।