ঈদের আগে শোকার্ত ক্রিকেটার রুবেল


প্রকাশিত: ০৫:৪৫ এএম, ০৪ সেপ্টেম্বর ২০১৬

ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। আর কিছুদিন পরেই ঈদের ছুটি কাটাতে যাবেন টাইগার ক্রিকেটাররা। তবে ঈদের এই খুশির আগে এক দুঃসংবাদ শুনলেন ক্রিকেটার রুবেল হোসেন।   

শুক্রবার রাত দুইটার দিকে ছোট মামাকে হারিয়েছেন জাতীয় দলের পেস বোলার রুবেল হোসেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মামার মৃতুতে সকলের কাছে দোয়া চেয়েছেন টাইগার এই বোলার।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ফ্যান পেজে রুবেল জানান,অনেক দিন ধরে ক্যান্সারে ভুগছিলেন তার মামা। এরপর মামার জন্য সকলের কাছে দোয়াও চেয়েছেন তিনি।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।